তলব উত্তর প্রতিনিধি :বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে বিএনপি ছাড়া এদেশের উন্নয়ন সম্ভব নয়। একমাত্র বিএনপি ক্ষমতায় আসলেই রাষ্ট্র কাঠামো উন্নত হবে। তাই মানুষ আগামী নির্বাচনে বিএনপিকেই ভোট দিয়ে ক্ষমতায় আনবে। বৃহস্পতিবার বিকালে মতলব উত্তর উপজেলার এখলাছপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এখলাছপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্তৃক অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এসময় শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ ড. জলাল উদ্দিনের হাত ধরে বিএনপিতে যোগদান করেন।
এসময় ড. জালাল উদ্দিন আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাও বুঝতে পেরেছে বিএনপি শান্তি চায়। বিএনপি শান্তির দল। বিএনপি ক্ষমতায় আসলে তারা নিরাপদ থাকতে পারবে। তাই সারাদেশেই মানুষের মাঝে বিএনপির জনপ্রিয়তা বেড়ে উঠেছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেধা দিয়ে দুরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিএনপি দলটাকে পরিচালনা করছেন। তিনি রাষ্ট্র সংস্কারে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে অনন্য উন্নত দেশ। যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সবাই সমানভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারবো এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমার কাছে থাকবে।
এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জুয়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, হিন্দু সম্প্রদায়ের বলারাম গোস্বামী প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।