প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
মতলব দক্ষিণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিপু সরকারঃ "সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার (১৩ অক্টোবর) মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে মানুষের মাঝে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও অগ্নি নির্বাপনের মহড়া অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান, কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রমুখ।মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের চৌকস ফায়ার ফাইটারদের অংশগ্রহণে অগ্নি নির্বাপনের মহড়ায় মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উল্লেখ্য যে, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত