দিপু সরকারঃ
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আচলছিলা গ্রমের আবুল কালাম পাঠানের বসত ঘর আগুণে পুড়ে ছাই হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইউসুফ জানান। ঘটনার সময় ওই বাড়ীতে কেউ ছিল না। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান ৫০ হাজার টাকা বলে জানান ।
সরজমিনে জানা যায়, আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকালে আচলছিলা পাঠান বাড়ীর আবুল কালাম পাঠানের বসত ঘরে পথচারিরা আগুন দেখতে পায় । তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ।
উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ ইউসুফ বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই । ঘরে তেমন কোন আসবাপত্র ছিলনা তাই ক্ষয়ক্ষতি কম হয়েছে । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সরজমিনে গিয়ে ওই বাড়ীর মালিককে পাওয়া যায়িনি। এ বিষয়ে বাড়ীর মালিক মোঃ আবুল কালাম পাঠানের মোবাইলে একাধিক বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি