প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ
চাঁদপুরে ড্যাফোডিল ইউনিভার্সিটির উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
মোঃ জাবেদ হোসেনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চাঁদপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে চাঁদপুরে সাংবাদিকদের যোগাযোগ মাধ্যম ও এআই-নির্ভর সাংবাদিকতায় নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) চাঁদপুর প্রেসক্লাবে সকাল ১০ টা থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সাংবাদিকতায় আস্থা গঠন, সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই-নির্ভর সাংবাদিকতায় নৈতিকতার বাস্তব প্রয়োগ শীর্ষক,সাংবাদিকতায় আইনের দিক নির্দেশনা এবং সোসাল মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন প্রশিক্ষকগণ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরন করেন, চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসীর আহমেদ।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষণে চাঁদপুরে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ অংশ নেন।
এসময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সিনিয়র সহ সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে এই প্রযুক্তির সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারে নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো আস্থা ও সত্যনিষ্ঠা। তাই প্রযুক্তির প্রয়োগের পাশাপাশি সাংবাদিকদের ব্যক্তিগত সততা, পেশাগত দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ বজায় রাখা অপরিহার্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত