প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
১ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিদর্শন করলেন সদর ইউএনও জামিউল হিকমা
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলা ইউএনও এস.এম.এন জামিউল হিকমা ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেছেন। ২১ অক্টোবর মঙ্গলবার দুপুর ৪ টায় তিনি ইউনিয়ন পরিষদ ও ভুমি অফিস সশরীরে পরিদর্শন করেন
এসময় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের প্রতিটি কক্ষ, ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন- আমি আপনাদের কে দেখে খুবই আনন্দিত হয়েছি। দীর্ঘক্ষন বসে ছিলেন তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় তিনি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সচেতন নাগরিক দের কাছ থেকে বিষয় বস্তু গুনেন। ইউপি সচিব হালিমা আক্তারের সার্বিক প্রচেষ্টায় ইউনিয়ন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ইউপি সদস্যগন সহ বিভিন্ন ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সকলে তারা তাদের ইউনিয়নটি একটি মাদক সয়লাব, কিশোরগ্যাং, সহ এগুলোর প্রতিকার চেয়ে আগামীতে যেনো আমরা আমাদের এ বিষ্ণুপুর ইউনিয়নটি মাদক মুক্ত চাই। এসময় তারা আরো বলেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কাঁচা রাস্তা, টিউবওয়েল এর অভাবে পানি পান না করা। এই কাজ গুলো হয়ে গেলেই আমরা সবাই সমস্যা সমাধান ও বসবাস করতে পারবো। পরে ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন কালে এস.এম.এন জামিউল হিকমা কে প্রশাসনিক কর্মকর্তা হালিমা আক্তার ভূমি কর্মকর্তা আছমা খাতুন ইউপি সদস্য হিসাব সহকারি মহসিন হাওলাদার ইউনিয়ন ভুমি অফিস সহকারী শাহীন পাটোয়ারী ও গ্রাম পুলিশের সদস্যগণ তাকে ফুলেল শুভেচছা জানান। উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ কাজি মোঃ আবু তাহের, সাবেক সভাপতি আব্দুল বারেক, ইসলামী আন্দোলনের সভাপতি বারেক হাওলাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের নেতবৃন্দগন এ সময় উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত