নারায়ন রবিদাস: ফরিদগঞ্জ থেকে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার( ২৫ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রাম থেকে খলিলুর রহমান নামে ঔ মাদক কারবারিকে আটক করলেও তার অপর দুই সহযোগি পালিয়ে যায়। এব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় লোকজন জানায়, শনিবার সকালে খলিলুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ মাদকের রয়েছে,এমন সংবাদ স্থানীয় লোকজন ওই বাড়িতে গিয়ে খলিলুর রহমানের গোসলখানাসহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ গাঁজার প্যাকেট দেখতে পায়। পরে তারা থানা পুলিশকে সংবাদ দিলে দুপুরে পুলিশ এসে ২৬ প্যাকেট গাঁজা যার ওজন ৫২ কেজি উদ্ধার করে। এসময় খলিলুর রহমানকে আটক করতে সমর্থ হলেও তার ছেলে আল-আমিন(৩০) ও একই গ্রামের রুবেল (৩০) নামে অপর দুজন পালিয়ে যায়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম।