প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
চাঁদপুরে দিনমজুরদের জামায়াতের পক্ষ থেকে অটোরিকশা উপহার
বিশেষ প্রতিনিধি ॥ মানুষ মানুষের জন্য এই মানবিক বার্তা যেন বাস্তব রূপ পেল চাঁদপুরের সদরের বালিয়ায় এলাকায়। কর্মহীন ও অসহায় দিনমজুরদের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নে কর্মস্থান প্রকল্পের আওতায় দুজন দিনমজুরকে দুটি অটোরিকশা উপহার দিয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এ কর্মস্থান প্রকল্পের উদ্বোধন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।তিনি বক্তব্যে বলেন, দেশে বেকারত্ব এখন একটি বড় সামাজিক সমস্যা। ইসলামী সমাজব্যবস্থা এমন এক কল্যাণভিত্তিক ব্যবস্থা যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা হয়। জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করছে। এই প্রকল্প তারই বাস্তব উদাহরণ। সমাজের হতদরিদ্র, কর্মহীন ও বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা একসাথে কাজ করছি।এরপর এক হৃদয়গ্রাহী মুহূর্তে কর্মহীন দুই দিনমজুর সোলেমান শেখ ও শফিকুর রহমানের হাতে তুলে দেওয়া হয় নতুন দুটি অটোরিকশার চাবি। চাবি হাতে পেয়ে চোখে আনন্দাশ্রু নিয়ে তারা বলেন, আজ আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। জামায়াতে ইসলামী আমাদের জীবনে আলো জ্বেলেছে।সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।
উপস্থিত ছিলেন জামায়াত নেতা ইয়াসিন পাটোয়ারী, হাফেজ ওবায়দুল্লাহ, সাইফুল ইসলাম ঢালী, আব্দুর রশিদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত