আরাফাত আল-আমিন : মতলব উত্তর উপজেলার অন্যতম স্বনামধন্য অরাজনৈতিক এবং সামাজিক সেবা মুলক সংগঠন সারা ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসে এই দিনব্যাপী সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান আমিরুল ইসলাম রাসেল তত্ত্বাবধানে সংগঠনের সুপরিচিত কামরুল হাসান রাব্বি সার্বিক ব্যবস্থাপনা মতলব উত্তর উপজেলা গজরা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। পরিচালনা করেন সারা ফাউন্ডেশনের উপদেষ্টা ও ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ বিল্লাল হোসেন, গজরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন মুন্সি, শ্রী বলরাম ঘোষ, মোঃ সুমন বেপারী, সাংবাদিক আরাফাত আল-আমিন, তানজিমুল হাসান মায়াজ, মোঃ মাহফুজুর রহমান, শামীম মিয়াজী, সেচ্ছাসেবী সংগঠন শিহরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, ইঞ্জিনিয়ার পরাগ মিয়াজি, গজরা ইউনিয়ন ছাত্রনেতা আরিয়ান ইসলাম শাহিন, দ্বীন ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারা ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন সাহাদাত সভাপতি।
তিনটি এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্যবৃন্দ শীতবস্ত্র ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন, সারা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বাদল ফরাজী, মোঃ সাহাদাত হোসেন, তাহের খান, খাদিজা আক্তার, নেহাল সরদার, মোঃ মিরাজ, মোঃ জুম্মন, সুরমা আক্তার, মোঃ সুজন, মোঃ নাজমুল, মোঃ শামীম, শ্রী শ্যামল প্রমুখ।
উল্লেখ্য, সারা ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। সংগঠনটি এর আগেও ৯ বছর শীতবস্ত্র বিতরণ ছাড়া ওএরই মধ্যে অত্র এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছে। সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইফতার মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদান এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।