আরাফাত আল-আমিন : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৫৫ জন দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) কোরআনে হাফেজদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। আজ শুক্রবার সকাল তার নিজ বাড়িতে এ দোয়া আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে কোরআনে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, চাঁদপুর এর ৫৫ জন অন্ধ হাফেজ অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি হাফেজ খলিলুল্লাহ খানের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি হাফেজ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
এসময় তিনি বলেন, আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যাতে তিনি সুস্থ হয়ে আগামী নির্বাচনে নেতৃত্ব দিতে পারেন। আমি যাতে আমাদের নেত্রীর দিকনির্দেশনায় নির্বাচনে অংশ গ্রহণ করবে পারি। হাফেজদের দোয়া আল্লাহ কবুল করুন।
ড. জালাল আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন হাফেজ ও দৃষ্টি প্রতিবন্ধীদেরকে বিশেষ সুবিধা দিবেন এবং প্রতিবন্ধীদের সম্মানজনক ভাতার ব্যবস্থা করবেন। আর আমি আপনাদের দোয়ায় এমপি হলে রাষ্ট্রের কাছে আপনাদের দাবী দাওয়া পুরণের জন্য সংসদে উপস্থাপন করব। এমপি হই বা না নই হাফেজদের কল্যাণে সবসময় আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ।
আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।