আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি মনোনীত প্রার্থী মমিনুল হক কে নিজ দলের নেতাকর্মীরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয়েছে। শাহরাস্তি পৌরসভা বিএনপির নবগঠিত কমিটি ঘোষণার পর নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয়েছে দলের (চাঁদপুর -৫) মনোনীত প্রার্থী কে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি আবুল খায়ের সিএ তিনি দাবি করেন দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে আওয়ামীলীগের দোসর ও পরিবারতন্ত্রকে গুরুত্ব দেয়া হয়েছে। অবিলম্বে তিনি উক্ত কমিটি বাতিলের দাবি জানান। সদ্য সাবেক হওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী কমিটি গঠনের তীব্র নিন্দা জানান। সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল বলেন, বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। কার স্বার্থে এ মুহূর্তে কমিটি বাতিল করা হয়েছে। আওয়ামীলীগের ভোটে এমপি হওয়া যাবে না। তিনি দাবি করেন কমিটিতে বহু আওয়ামীলীগ দোসরদের জায়গা করে দেয়া হয়েছে। তিনি দলীয় প্রার্থীকে উদ্যেশ্য করে বলেন, আপনার জন্য দলের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা কাউকেই ছেড়ে কথা বলবো না। সমাবেশে শাহরাস্তি পৌরসভার নবগঠিত কমিটি বাতিলের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেয়া হবে বলে জানানো হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।