স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকায় সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা, কুষ্টিয়া-১ আসনে মোমবাতি প্রার্থীর ছেলেকে হত্যা এবং চট্টগ্রামে সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই সভা। জেলা ইসলামী ফ্রন্ট অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থী আহসান উল্লাহ ছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ হুমায়ুন কবির, সদস্য মাওলানা আব্দুর রউফ খান, মাওলানা আব্দুল হান্নান নিজামী, কাজী মাসুদুর রহমান, মাওলানা হাসানুজ্জামান, মুহাম্মদ নবাব খান, মাওলানা নোমান আহমেদ, কাজী মানিক, মোহাম্মদ মাঈনুদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, তফসিল ঘোষণার পর আজকের এই সভাটি গুরুত্বপূর্ণ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের একজন নেতা-কর্মীও বসে থাকার সুযোগ নেই। মানুষের ঘরে ঘরে সুফি সুন্নী মুসলমানের মার্কা মোমবাতি মার্কার সালাম পৌঁছে দিতে হবে। সুফিবাদী শান্তিকামী মানুষগুলোর ভোট যেনো এবার বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীকে দেয়া হয় এই অনুরোধ সবাইকে করতে হবে। সভায় ঢাকা-৮ স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদি, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলা এবং কুষ্টিয়া-১ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী মোহাম্মদ বদিরুজ্জামানের ছোট ছেলেকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একইসাথে খুনি এবং হত্যা চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সম্প্রতি এই তিনটি ঘটনাকে সরকার কীভাবে দেখে এবং কী খুনিদের ব্যাপারে কী ব্যবস্থা নেয় তার দ্বারাই প্রমাণ হবে বর্তমান সরকার কতটা নিরপেক্ষ। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার কতোটা আন্তরিক, তা এসব ঘটনার কী ব্যবস্থা সরকার নেয় তার দ্বারাই স্পষ্ট হবে।