হাজীগঞ্জ প্রতিনিধি :মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পচা, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ২টি হোটেল ও একটি বেকারীতে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে হাজীগঞ্জ বাজারে যৌথবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চাঁদপুর জেলা শাখার সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পচা, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে হাজীগঞ্জের প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, পচা, বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা ও ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মা মনি ব্রেড এন্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা সহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আব্দুল্লাহ আল ইমরান আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।