1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

হাজীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

হাজীগঞ্জ প্রতিনিধি :মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পচা, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ২টি হোটেল ও একটি বেকারীতে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে হাজীগঞ্জ বাজারে যৌথবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চাঁদপুর জেলা শাখার সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পচা, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে হাজীগঞ্জের প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, পচা, বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা ও ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মা মনি ব্রেড এন্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা সহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আব্দুল্লাহ আল ইমরান আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট