1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে তালিকাভুক্ত তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ  প্রতিনিধি ॥ চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদক সহ মো. আলাউদ্দিন (২৮), আক্তার হোসেন গাজী (৪৮) ও মো. রুবেল (৩৮) নামে তিন কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার তালিকাভুক্ত মাদক কারবারি মো. আলাউদ্দিনকে চরকুমিরা নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুই পিস ইয়াবা ট্যাবলেট।

অপরদিকে উপজেলার চরছন্না এলাকায় অপর অভিযানে গ্রেপ্তার হয় মাদক কারবারি হোসেন গাজী ও রুবেল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা, ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও গাঁজা সেবনের সামগ্রী।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারশেনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, গ্রেপ্তার মাদক কারবারি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট