নারায়ন রবি দাস: যৌথ বাহিনীর অভিযানে ইয়বাসহ সোহেল(৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।
জানা গেছে, ফরিদগঞ্জ থানার এসআই মো, আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর সহায়তায় সোমবার সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বর্ডার বাজার এলাকা থেকে সোহেলকে ৭৮ পিস ইয়াবাসহ আটক করেন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
পুর্বক সোমবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, আটককৃত সোহেলের বিরুদ্ধে পুর্বের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেলকে আটক ও আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।