1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর ইউনিয়নে কাদির গাজীর ঘর  দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।।চাঁদপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল  কাদির গাজীর ঘর দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১২ অক্টোবর রবিবার রাত ১০ টায় লক্ষীপুর মডেল ইউনিয়নের  ৭ নং ওয়ার্ড গাজী বাড়িতে এই ঘটনা ঘটে।এই ঘটনায়  প্রায় দুই লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার  ।
ক্ষতিগ্রস্ত  সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল কাদের গাজী জানান, গত রাত ১০ টায় আমি বাড়িতে আসছি।এসে আমরা ঘরে খাওয়া ধাওয়া করতেছি।এই ঘরে আমার ছেলে থাকে। হঠাৎ প্রতিবেশী মহিলারা চিল্লায় উঠছে আগুন আগুন বলে।আমরা বের হয়ে দেখি আমার ঘর আগুনে পুড়তেছে।চতুর দিকের মানুষ এসে আগুন নিয়ন্ত্রণ করছে । আমার প্রশ্ন হলো এখানেতো আমাদের যে পাক হয় তাতো সকালেই শেষ এমনকি ঘরের বিতর আগুনের কোন সিমটম নেই তাহলে আগুনটা আসলো কোথা থেকে।  এই আগুন দুর্বৃত্তরা লাগিয়েছে। এতে আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি  হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো আমি তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে এই ঘটনা শুনে  ক্ষতিগ্রস্ত মৎস্যজীবি দল নেতা  আব্দুল কাদির গাজীর বাড়িতে যান জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মোস্তফা  কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ খান, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হানিফ বকাউল,সদর থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন,  জেলা যুবদলের সদস্য  দেওয়ান মোহাম্মদ জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঘটনাটি চাঁদপুর সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা এসএম এন জামিউল হিকমাকে জানানো হয়েছে।
ছবি ক্যাপশন।।লক্ষ্মীপুর ইউনিয়নে মৎস্যজীবী দল নেতা কাদির গাজীর ঘর  দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে যান জেলা মৎস্যজীবি দলের নেতৃবৃন্দ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট