1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

মতলবে জাতীয়  বিশ্ব হাতধোয়া দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
দিপু সরকারঃ মতলব দক্ষিণে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও মতলব পৌরসভার আয়োজনে পালিত হয়েছে।  বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা পরিষদের সম্মুখে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মুখে সমাপ্ত হয়। র‌্যালীতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হাত ধোয়া একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি। নিয়মিত সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবনের জন্য সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি নিজের এবং পরিবারের সুরক্ষায় সচেতন হয়, আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারব। তিনি আরো বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একটি প্রতীকী দিন নয়; এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দীপনা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অনেক সময় মানুষের মধ্যে রোগ জীবাণু স্থানান্তরের মাধ্যম হয়ে থাকে হাত। তাই আমাদের এই হাত ধোয়ার গুরুত্ব আছে। আমরা সুস্থ জাতি গঠন করতে চাই। আমরা আমাদের জাতিকে হিরো বানাতে চাই।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মোহসিন উদ্দিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা  আবুল হাসানাত, মতলব পৌরসভার প্রধান নির্বাহী মোঃ সাইফুর রহমান, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, মতলব প্রেস ক্লাবের সদস্য, ও  উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, সদস্য দীপু সরকার প্রমুখ।
র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ দেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট