1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্মকর্তার বাড়ি না থাকলেও কর্মচারীর আলিশান বাড়ি শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা শাহরাস্তিতে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষকের জরিমানা -চাঁদপুর-৫ (শাহরাস্তি- হাজীগঞ্জ) আসনে শিক্ষকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় জামায়াতের প্রার্থী  ফরিদগঞ্জে ৪০ দিনের কন্যাসন্তান রেখে গৃহবধূর রহস্যজনক মৃত্যু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মতলব উত্তরে নাউরী ২নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মতলব উত্তরে মরহুম আফজাল মাস্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন কাল বুধবার শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন উৎসব চাঁদপুরে চর কেটে দখলের চেষ্টা: তিনজন আটক, ৫০ হাজার টাকা জরিমানা

জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য নভেম্বরের মধ্যে গণভোট করতে হবে’

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, রাজনৈতিক দলগুলো ও প্রধান উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এখন এই সনদের আইনিভিত্তি দিতে হবে। এইটা আমাদের মুল দাবি। সনদ স্বাক্ষরের পরে যদি এইভাবে পড়ে থাকে, তাহলে এটার দুই পয়সার মুল্য নাই। আইনিভিত্তির জন্যে সংবিধানের চেয়েও শক্তিশালী মেগনেট হচ্ছে গনভোট। তাই আইনগত ভিত্তি নিশ্চিত করতে নভেম্বরের মধ্যে গনভোট আয়োজন করতে হবে।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামী জেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ‘পিআর পদ্ধতি’র মাধ্যমে এমন একটি নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশে প্রকৃত বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো কর্তৃত্ববাদী রাজনীতি ও একদলীয় আধিপত্যের অবসান ঘটানো।
এ টি এম মাসুম বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে সমাজের শিক্ষিত, মার্জিত ও যোগ্য ব্যক্তিরা নেতৃত্বে আসার সুযোগ পাবেন। ছোট রাজনৈতিক দলগুলোও ন্যায্যভাবে মূল্যায়িত হবে। তাদের মতামত জাতীয় রাজনীতিতে প্রতিফলিত হবে। নির্বাচনের দিন দলীয় আধিপত্য, কালো টাকার প্রভাব ও কেন্দ্র দখলের মতো অন্যায় কর্মকাণ্ডের অবসান ঘটবে। যারা গত পঞ্চাশ বছর ধরে ভোট ডাকাতি করে জনগণের আমানতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তারাই এখন এই পদ্ধতির বিরোধিতা করছেন।
এই নেতা বলেন, তারা ভালো করেই জানেন, পিআর পদ্ধতি চালু হলে তাদের একক আধিপত্য টিকবে না। তবে সাধারণ ভোটারদের জন্য এটি কোনো জটিল পদ্ধতি নয় বরং এতে ভোটের মূল্য ও জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে।
তিনি আরো বলেন, আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে সব দল ও মানুষ মিলেমিশে দেশ গঠনে অংশ নিতে পারবে। পিআর পদ্ধতিই পারে বাংলাদেশকে একটি সুশাসনভিত্তিক, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজান মিয়ার সঞ্চালনায় সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন মুহাদ্দিস আবু নছর আশরাফী।
জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুনুর রশীদ, শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সদর আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারি মুহাম্ম জুবায়ের হোসেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সবুজ খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন, আত্মসমালোচনা পর্ব ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট