নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা গতকাল ১৭ অক্টোবর শনিবার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ১৬ জন জেলেকে আটক করা হয়। এ সময় ৬টি নৌকা জব্দ করা হয় এবং ৬টি পৃথক মামলা দায়ের করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলি জানান, চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। নিষিদ্ধ সময়ে কেউ নদীতে মাছ ধরতে নামলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।