
আরাফাত আল-আমিন :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদুরভিটি ছেংগারচর বাজার দ্বীনিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেন পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান। পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খানের সভাপতিত্বে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান,পৌড় যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুব, সদস্য কামরুল হুদা দিনার, নাদিম সরকার ,পৌড় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজন শিকদার, কৃষক দলের সভাপতি জাকির দর্জি, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, ছেংগারচর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান মুন্না, তুষার সরকার, যুবদল নেতা ফয়সাল আল মুরাদসহ বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।