
আবু মুছা আল শিহাব:
শাহরাস্তি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপি নেতা সাইফুল করিম মিনারের পিতা আলহাজ্ব সুলতান আহমেদ (৯৯) শুক্রবার রাত ৩ টায় ওনার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্য জনিত নানান রোগে ভুগছিলেন। মরহুম সুলতান আহমেদ পাট অধিদপ্তরের অবসর প্রাপ্ত কর্মকর্তা। তিনি শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের ছোট চাচা। শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন চাঁদপুর -৫ সংসদীয় আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা আবুল হোসাইন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী প্রমুখ। জানাজার নামাজ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী সলিমুল্লাহ। দুপুর ১২ টায় তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।