1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মকর্তার বাড়ি না থাকলেও কর্মচারীর আলিশান বাড়ি শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা শাহরাস্তিতে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষকের জরিমানা -চাঁদপুর-৫ (শাহরাস্তি- হাজীগঞ্জ) আসনে শিক্ষকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় জামায়াতের প্রার্থী  ফরিদগঞ্জে ৪০ দিনের কন্যাসন্তান রেখে গৃহবধূর রহস্যজনক মৃত্যু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মতলব উত্তরে নাউরী ২নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মতলব উত্তরে মরহুম আফজাল মাস্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন কাল বুধবার শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন উৎসব চাঁদপুরে চর কেটে দখলের চেষ্টা: তিনজন আটক, ৫০ হাজার টাকা জরিমানা

শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা

রাসেল গাজী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণে সহায়তার জন্য এজেন্ট মনোনয়ন প্রক্রিয়া নিয়ে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নির্বাচনী বিধি-বিধান মেনে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক এডভোকেট জসিম উদ্দিন মেহেদী।

ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল মান্নান কাজল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল গাজী বাহার এবং সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন আক্তার।

এর আগে ৭ নম্বর ওয়ার্ডের লোধেরগাঁও কেন্দ্রে এজেন্ট নিয়োগ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন মতামত তুলে ধরেন।

যৌথ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মজিবুর রহমান খান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব বেপারী ও সাধারণ সম্পাদক কবির মোল্লা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম হাজী ও যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, কাশেম গাজী, অলিউল্লা গাজী, দপ্তর সম্পাদক মানিক পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মিলন মিজি।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম গাজী, যুগ্ম আহ্বায়ক জুলাস পাটওয়ারী, নুর মোহাম্মদ ও ইব্রাহিম মুন্না, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহাগ খান ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন তাঁতী দলের সভাপতি শাহাদাত গাজী ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মল্লিক।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আলমগীর গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মিজি, সাংগঠনিক সম্পাদক শরিফ গাজী, শ্রমবিষয়ক সম্পাদক তাহের পাটওয়ারী, সহ-দপ্তর সম্পাদক বিল্লাল, পল্লী উন্নয়ন সম্পাদক হান্নান মিজিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট