
আরাফাত আল-আমিন :চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আমরা অনেকেই ওয়াজ শুনি। কিন্তু কয়জন তা মানি। শুধু ওয়াজ শুনলেই চলবে না, কায়েম করতে হবে। তাহলেই আমরা সুন্দর জীবন পাব। গত ৫ ডিসেম্বর শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলার গোয়ালভাওর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিলে এসব কথা বলেন তিনি।
ড. জালাল উদ্দিন বলেন, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। এক এক করে সবাইকেই চলে যেতে হবে। তাই আমরা সকলেই মহান আল্লাহ তায়ালার হুকুম মেনে চলবো এবং রাসুলে দেখানো পথে চলবো। তাহলেই জীবন সুন্দর ও কল্যাণকর হবে। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য উপস্থিত মুসল্লিগনের নিকট দোয়া প্রার্থনা করেন।
মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার সহ দলীয় নেতাকর্মী ও মুসল্লিগণ।