কচুয়া প্রতিনিধি: সমঝোতার ভিত্তিতে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বারৈয়ারা উচ্চবিদ্যালয়ের নতুন অভিভাবক সদস্য পদের নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে। রবিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ৭জন প্রার্থীর মধ্যে ৩জন প্রার্থী তাদের প্রার্থীতা স্বেচ্ছায় প্রত্যাহার করেন নেন।ফলে ঐতিহ্যবাহী বারৈয়ারা উচ্চবিদ্যালয়ের নতুন অভিভাবক সদস্য পদে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ জাকির হোসেন সরদার, ডা. খোকন মিয়াজী, মোহাম্মদ নুরুদ্দিন তালুকদার ও মোহাম্মদ আমান উল্যাহ ভূঁইয়া আমান মনোনীত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, অভিভাবক ও স্থানীয়দের সমঝোতার ভিত্তিতে এ কমিটি মনোনীত করা হয়। বিদ্যালয়ের উন্নয়ন ও গুণগত শিক্ষার পরিবেশ বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগীতা চাই।
নবনির্বাচিত অবিভাবক সদস্য বিশিষ্ট সমাজ সেবক মো; জাকির হোসেন সরদার বলেন, শিক্ষামূলক কার্যক্রম এগিয়ে নিতে আমরা সকলে চেষ্টা করে যাবো। বিশেষ করে আগামী ডিসেম্বর মাসে এ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ যে সকল সম্মানিত শিক্ষকগন অবসরে যাবেন, তাদের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করে স্মরনীয় করে রাখবো।