নিজস্ব সংবাদদাতা: চাঁদপুরে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধীদের যাছাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, ২১অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার অডিটোরিয়াম ১৪টি ইউনিয়নের আবেদনকৃত প্রতিবন্ধীদের যাছাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কার্যক্রমে প্রতিবন্ধী শনাক্তকরণ (পরিচয়পত্র/সুবর্ণ নাগরিক কার্ড), ভাতা বা উপবৃত্তি প্রাপ্তি। যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীর প্রতিবন্ধিতার ধরণ ও মাত্রা নির্ণয় করা হয় এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আর্থ-সামাজিক অবস্থা, বয়স, লিঙ্গ ও ভূমিহীনতার মতো বিষয়গুলোও বিবেচনা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে যাচাই বাচাই কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলা মেডিকেল অফিসার নাসরিন সুলতানা।
এ সময় সদর উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, সহকারী সমাজ সেবা অফিসার মোঃ শফিকুর রহমান, ফিল্ড সুপার ভাইজার সাহেব আলী মিজিসহ সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগীতা করেন, অরাজনৈতিক সামাজিক সংগঠনক সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থা, সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হানিফ অসচ্ছল প্রতিবন্ধীদের আবেদন থেকে শুরু করে যাছাই বাছাই, কার্ড ও ভাতা পাওয়া পর্যন্ত সমাজ সেবা অফিসকে সার্বিক ভাবে সহযোগীতা করেন, অসচ্ছল প্রতিবন্ধীরা সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থার বিনাশক এ ধরনের সেবা পেয়ে সংগঠনের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Like this:
Like Loading...
Related