চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারের মোঃ জহুরুল ছৈলের মাদ্রাসা পড়ুয়া ছাত্র মোঃ জীবন (১৬) গত ৪ অক্টোবর ইশানবালা লঞ্চঘাট থেকে নিখোঁজ। নিখোঁজ মোঃ জীবনের বাবা মোঃ জহুরুল হক ছৈয়াল ছেলেকে হারিয়ে পাগলের ন্যায় খোঁজছে। ছেলেকে ফিরে পাওয়ার জন্য সকলের দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি জানান আমার ছেলে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ির থেকে ইশানবালায় ঘাটে গেলে সে মাদ্রাসায় না গিয়ে কোথায় চলে গেছে জানি না। আপনারা আমার ছেলে পাইলে আমাকে একটু জানিয়েন। আমার ফোন নাম্বার হল ০১৭৫৩৭২৩৫২৪।