1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্মকর্তার বাড়ি না থাকলেও কর্মচারীর আলিশান বাড়ি শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা শাহরাস্তিতে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষকের জরিমানা -চাঁদপুর-৫ (শাহরাস্তি- হাজীগঞ্জ) আসনে শিক্ষকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় জামায়াতের প্রার্থী  ফরিদগঞ্জে ৪০ দিনের কন্যাসন্তান রেখে গৃহবধূর রহস্যজনক মৃত্যু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মতলব উত্তরে নাউরী ২নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মতলব উত্তরে মরহুম আফজাল মাস্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন কাল বুধবার শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন উৎসব চাঁদপুরে চর কেটে দখলের চেষ্টা: তিনজন আটক, ৫০ হাজার টাকা জরিমানা

দৈনিক চাঁদপুর সময় পত্রিকার একযুগ পূর্তি উৎসব

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নদী বিধৌত চাঁদপুর জেলার গণমাধ্যম অঙ্গনে এক উজ্জ্বল মাইলফলক স্পর্শ করল জনপ্রিয় দৈনিক চাঁদপুর সময়। পত্রিকাটির একযুগ পূর্তি উপলক্ষে ১৭ নভেম্বর সোমবার পত্রিকা কার্যালয় মিলনায়তনে দিনব্যাপী উৎসবমুখর নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই পত্রিকা কার্যালয়ে সমবেত হন জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, প্রতিনিধি, পাঠক ও শুভাকাঙ্খীরা। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, মিলাদ ও দোয়া মাহফিল ও একটি কাব্য গন্থের মোড়ক উন্মোচন। যা পুরো আয়োজনকে সাংস্কৃতিক সৌরভে এবং আধ্যাত্মিক আবহে একত্রিত করে।
উৎসবের উদ্বোধন করেন তিনটি সংবাদ মাধ্যম দৈনিক চাঁদপুর সময়, চাঁদপুর টাইমস এবং দৈনিক মতলবের আলো এর সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “চাঁদপুরের সাংবাদিকতার ভুবনে সময় পত্রিকা এক যুগ ধরে যে আলোর শিখা বহন করে আসছে, তা সত্যিই অনন্য। জনগণের আস্থা ও সত্যের পক্ষে অটল থাকাই আমাদের শক্তি। এটাই আমাদের দায়িত্ব।”
তিনি আরো বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি নৈতিক দায়বদ্ধতা। আপনাদের মেধা, শ্রম এবং ঘামের জন্যই আজকে চাঁদপুর সময় জেলাবাসির কাছে সত্য-নিষ্ঠ সংবাদমাধ্যম হয়ে উঠেছে। এজন্য আপনাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রেখে কাজ করতে হবে। সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধেও নির্ভীকভাবে লিখতে হবে।”
দৈনিক চাঁদপুর সময়-এর প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক মো. এরশাদ খান, দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, চাঁদপুর টাইমস- এর সহ-সম্পাদক আব্দুল গণি, সহ বার্তা সম্পাদক আব্দুস সালাম দেওয়ান।
একযুগ পূর্তি উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পরামর্শ এবং প্রস্তাবনা তুলে ধরে সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর সময় ও চাঁদপুর টাইমস এর কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নু, চাঁদপুর টাইমস এর হাজীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম জয়, দৈনিক চাঁদপুর সময় এর ফরিদগঞ্জ প্রতিনিধি মো. জাকির হোসেন, মতলবের আলো পত্রিকার প্রতিনিধি মোঃ মঞ্জুর আলম, চাঁদপুর টাইমস এর স্টাফ রিপোর্টার সাইদ হোসেন অপু চৌধুরী, দৈনিক চাঁদপুর সময় এর স্টাফ রিপোর্টার মুহাম্মদ বাদশা ভুঁইয়া, দৈনিক চাঁদপুর সময় এর চাঁদপুর সদর উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর সময়ের এক যুগ পূর্তি উপলক্ষ্যে প্রধান সম্পাদক রচিত একটি শিশুতোষ কাব্যগন্থ “ইচ্ছের বাঁধন” এর মোড়ক উন্মোচন করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
অনুষ্ঠানে সাংবাদিক প্রতিনিধিরা পত্রিকার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “নির্ভরযোগ্য তথ্য, পাঠকবান্ধব উপস্থাপন এবং দায়িত্বশীল সাংবাদিকতার কারণে সময় পত্রিকার অবস্থান আজ চাঁদপুর বাসীর কাছে বিশ্বাসযোগ্য একটি গণমাধ্যমের নাম। আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি। বক্তারা সময় পত্রিকার একযুগের পথচলাকে চাঁদপুরের গণমাধ্যমের ইতিহাসে মর্যাদাবহুল অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তারা একযুগ পেরিয়ে দৈনিক চাঁদপুর সময় নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য : ২০১৩ সালের ১৭ নভেম্বর পত্রিকাটির অনুমোদন লাভ করে প্রকাশনায় আসে। এর পর থেকে পত্রিকাটি অনেক চড়াই উৎরাই পেড়িয়ে আজ প্রকাশনার একযুগ পূর্ণ করলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট