
আরাফাত আল-আমিন : মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সামছুদ্দিন সরকারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদেী হাসান ইমুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত ভুইয়া, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্কর, বিএনপি নেতা ওবায়দুল্লাহ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু সহ শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে উপস্থিত সকল মুসল্লি ও নেতাকর্মিদের মাঝে তাবারক বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি ড. জালাল উদ্দিন তার বক্তব্যে, উপস্থিত নেতাকর্মি ও ব্যক্তিবর্গের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া চান। এবং আগামী নির্বাচনে যাতে খালেদা জিয়া সুস্থ হলে তার নেতৃত্বে তিনি নির্বাচনে অংশগ্রহন করতে পারেন সেজন্য উপস্থিত সকলের কাছে দোয়া চেয়েছেন।