1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্মকর্তার বাড়ি না থাকলেও কর্মচারীর আলিশান বাড়ি শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা শাহরাস্তিতে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ শিক্ষকের জরিমানা -চাঁদপুর-৫ (শাহরাস্তি- হাজীগঞ্জ) আসনে শিক্ষকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় জামায়াতের প্রার্থী  ফরিদগঞ্জে ৪০ দিনের কন্যাসন্তান রেখে গৃহবধূর রহস্যজনক মৃত্যু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মতলব উত্তরে নাউরী ২নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মতলব উত্তরে মরহুম আফজাল মাস্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন কাল বুধবার শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন উৎসব চাঁদপুরে চর কেটে দখলের চেষ্টা: তিনজন আটক, ৫০ হাজার টাকা জরিমানা

ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ২২ বিলিয়ন ডলার

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

চলতি বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহে রেকর্ডসংশ্লিষ্ট অগ্রগতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এক মাসেই দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গড় হিসেবে প্রতিদিন দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলারের বেশি।

গত বছরের এপ্রিলের তুলনায় এ বছর রেমিট্যান্স বেড়েছে ৩৪.৬০ শতাংশ। অর্থবছরের প্রথম ১০ মাসে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৪২ কোটি ডলার বা ২৮.৩৪ শতাংশ বেশি। এই পরিমাণ আগের অর্থবছরের পুরো সময়ের মোট রেমিট্যান্সকেও ছাড়িয়ে গেছে।

এপ্রিলে প্রাপ্ত রেমিট্যান্স একক মাস হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২৫ সালের মার্চে—৩২৯ কোটি ডলার। তৃতীয় সর্বোচ্চ ছিল গত বছরের ডিসেম্বর, ২৬৪ কোটি ডলার।

শুধু রেমিট্যান্স নয়, রপ্তানি আয়েও এসেছে ইতিবাচক বার্তা। চলতি সময়ে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১১ শতাংশের বেশি। ফলে দীর্ঘ ২০ মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ২২ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়ে গেছে। গত ৩০ এপ্রিল পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলারে।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স ও রপ্তানির প্রবৃদ্ধির প্রভাবে ডলার সংকট অনেকটাই কাটিয়ে উঠেছে দেশ। ডলার বিনিময় হার এখন স্থিতিশীল—১২২ টাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করছে। এ কারণে আমদানি ও বিদেশ ভ্রমণসহ নানা বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত আমদানিতে ৫.৩৩ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

অবশ্য বিদেশি বিনিয়োগ কমেছে এবং আইএমএফের ঋণের কিস্তি না আসার পরও রিজার্ভ বাড়ছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

দেশবাসী ও অর্থনীতিবিদদের মতে, এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও আস্থা ফিরবে।

আপনি চাইলে এই নিউজটির জন্য একটি ক্যাচি শিরোনাম বা ফেসবুক পোস্টও তৈরি করে দিতে পারি। সেটা কি দরকার?

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট