
নিজস্ব প্রতিবেদক -মতলব দক্ষিণ উপজেলা পৌরসভার ০৫ নং ওয়ার্ডের শোভন করদী গ্রামে ধনাগোদা নদীর পাড় অবৈধভাবে কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। গত ২৫ নভেম্বর গভীর রাতে ভূমিদস্যুরা নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যায় স্থানীয়দের অভিযোগ।
এতে করে নদী ভাঙনের শঙ্কা তীব্র আকার ধারণ করেছে। প্রায় হাজারো কৃষিজমি হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শোভন করদী গ্রামে সংঘবদ্ধ একটি চক্র রাতের অন্ধকারে অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পাহারা দিয়েও তাদের আটকাতে পারেননি।
এক ভুক্তভোগী কৃষক মোঃ আলামিন ছৌয়েল অভিযোগ করে বলেন,
আমাদের বহু কৃষিজমি নদীতে বিলীন হয়ে গেছে। আমরা কখনো মাটি কাটিনি। কিন্তু দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টি প্রশাসনকে লিখিতভাবেও জানিয়েছি।
তিনি আরও জানান, নদীভাঙন রোধে স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়ার পর পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেলেছে। কিন্তু তাতে স্থায়ী সমাধান হয়নি। ৮০ হেক্টর কৃষিজমি নিয়ে সমৃদ্ধ শোভন করদী গ্রামে প্রতি বছর ধান আবাদ হয়। কিন্তু জমিতে পানি দিলে তা দ্রুত নদীতে নেমে যাচ্ছে।
স্থানীয় কৃষকরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
মতলব দক্ষিণ উপজেলা ভূমি সহকারী কমিশনার মুমতাহিনা পৃথৃলা বলেন,
অবৈধভাবে কেউ কৃষিজমি নষ্ট করুক এটা আমরা চাই না। অবৈধ মাটি কাটাও সহ্য করা হবে না। খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে এবং ধনাগোদা নদীর পাড় রক্ষা করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পাল বলেন,
আমি এসি ল্যান্ড স্যারের সঙ্গে কথা বলেছি। কৃষিজমি রক্ষায় আমরা খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।