
তাছকিন আহমেদ দিপু ঃ
মতলব দক্ষিণ উপজেলা ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ১২ টায় যোগদান করেছেন নতুন নির্বাহী অফিসার
কে এম ইশমাম ।মতলব দক্ষিণ উপজেলা ১ ঘন্টা অফিস করেই সংক্ষিপ্ত সূচিতে মতলব দক্ষিণ উপজেলা ভূমি সহকারী কমিশনার পরিদর্শনে আসেন সে সময় মতলব দক্ষিণ উপজেলা ভূমি সহকারী কমিশনার মুমতাহিনা পৃথৃলা নতুন নির্বাহী অফিসার জনাব কে এম ইশমাম কে ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বক্তব্যে বলেন মতলব দক্ষিণ উপজেলায় আমি এখানে নতুন তাই আপনাদের সহযোগিতা কামনা করছি ও দোয়া চাই । উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা ভূমি সার্ভেয়ার জাহাঙ্গীর আলম
ভূমি অফিসার ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন ভূমি অফিসার মো সোহাগ ।